মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ২০২৬ ফিফা বিশ্বকাপের ম্যাচগুলো ‘ঝুঁকিপূর্ণ’ মনে হলে তিনি সেগুলো অন্য শহরে সরিয়ে নেবেন। আগামী আসরে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে।এর মধ্যে ১০৪ ম্যাচের মধ্যে ৭৮টি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। ১১টি মার্কিন শহরে ম্যাচ আয়োজিত হওয়ার কথা রয়েছে—আটলান্টা, বোস্টন, ডালাস, হিউস্টন, কানসাস সিটি, লস অ্যাঞ্জেলেস, মায়ামি, নিউ ইয়র্ক/নিউ জার্সি, ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিসকো ও সিয়াটলে। ফিফা আনুষ্ঠানিকভাবে আয়োজক শহরগুলো নির্ধারণ করেছে। তাই এখন ভেন্যু পরিবর্তন করলে তা হবে বড় ধরনের লজিস্টিক চ্যালেঞ্জ। এছাড়া ট্রাম্পের আসলেই এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং বিশ্বকাপ টাস্কফোর্সের চেয়ারম্যান হিসেবে তার ভূমিকা তাকে বাড়তি প্রভাবশালী করে তুলেছে। ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘বিশ্বকাপ অবশ্যই নিরাপদ হবে।...