রেল লাইনে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এর মধ্যে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগ একের পর এক ট্রেন দুর্ঘটনায় বিপর্যস্ত। রেল লাইনে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এর মধ্যে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগ একের পর এক ট্রেন দুর্ঘটনায় বিপর্যস্ত। সাম্প্রতিক রেকর্ড বলছে, ২০২৫ সালের প্রথম নয় মাসেই শুধু এই বিভাগে অন্তত ১৮টি বড় লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। নিয়মানুযায়ি, রেললাইনে কোনো সমস্যা আছে কিনা তা নিয়মিত সরেজমিনে দেখার দায়িত্ব বিভাগীয় কর্মকর্তাদের। সরেজমিনে গিয়ে কোনো ত্রুটি ধরা পড়লে সেটার সমাধান করলে দুর্ঘটনা অনেকাংশ কমে। কিন্তু কর্মকর্তারা সরেজমিনে না গিয়ে অন্য কাজে ব্যস্ত থাকায় ট্রেনের লাইনচ্যুতির ঘটনা বাড়ছে। অভিযোগ উঠেছে, রেলওয়ের ঢাকা বিভাগের ডিআরএম মহিউদ্দিন আরিফ রেল লাইন সরেজমিনে যান না। এটা নিয়ে স্বয়ং উপদেষ্টাও ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও অভিযোগটি অস্বীকার করেছেন মহিউদ্দিন আরিফ। বিশেষজ্ঞদের মতে, এটি কোনো বিচ্ছিন্ন...