নার্সিং লাইসেন্স পরীক্ষার্থীদের সহায়তায় ‘হেল্প ডেস্ক’সহ বিভিন্ন সহায়তা নিয়ে পরীক্ষার্থীদের সাহায্য করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নার্সিং ইউনিট শাখা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে ঢাকা কলেজ ক্যাম্পাসে এ আয়োজন করা হয়। জানা গেছে, পরীক্ষা শুরুর আগেই কলেজ ক্যাম্পাসে হেল্প ডেস্ক স্থাপন করে ছাত্রদলের নার্সিং ইউনিট শাখা। সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা পরীক্ষার্থীদের মধ্যে পানি, স্যালাইন, প্রাথমিক চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ, কলম, ফাইল ইত্যাদি বিতরণ ছাড়াও পরীক্ষা কেন্দ্র দেখিয়ে দেওয়া এবং প্রয়োজনীয় তথ্য প্রদানে সাহায্য করেন। পাশাপাশি পরীক্ষার্থীদের মোবাইল, ব্যাগসহ প্রয়োজনীয় জিনিসপত্র জমা রাখা এবং পরীক্ষা শেষে তা ফিরিয়ে দেওয়ার আয়োজনও ছিল। ছাত্রদলের দায়িত্বশীল এই আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেন দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা। আয়োজনে অংশ নিয়ে বগুড়া জেলা ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার উম্মে হানি পৃথ্বী বলেন, নার্সিং শিক্ষার্থী ও তাদের ইন্সটিটিউট বাংলাদেশের মেডিকেল...