২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৯ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৯ পিএম ‘সাইবার সচেতন হোন, নিরাপদ থাকুন’ প্রতিপাদ্যে সারাদেশে অক্টোবর মাসব্যাপী শুরু হচ্ছে ১০ম সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের কর্মসূচি। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক প্রোপাগান্ডা বাড়ছে। প্রযুক্তি ব্যবহারে নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধে সারাদেশে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানসহ রাজনৈতিক দলগুলোকেও সাইবার সচেতনতামূলক কর্মসূচি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। বেসরকারি সংস্থা সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের (সিসিএএফ) উদ্যোগে ১২টি সংগঠনের প্লাটফর্ম সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেনের সহযোগিতায় ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবর-২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ অনুষ্ঠান আয়োজন হয়। এতে সরকারি-বেসরকারি খাতের প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নেন। মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি ও প্রযুক্তি প্রতিষ্ঠান পালোআলতো নেটওয়ার্কের পৃষ্ঠপোষকতায় অক্টোবর মাসব্যাপী সচেতনতামূলক...