ফিলিস্তিনে চলমান দখলদার ইসরায়েলের আগ্রাসন বন্ধে জোরালো আওয়াজ উঠেছে বিশ্বের প্রায় সকল রাষ্ট্র থেকে। একইভাবে আন্তর্জাতিক ফুটবল থেকেও ইসরায়েলকে নিষিদ্ধের দাবি ক্রমাগত বাড়ছে। দেশটিকে সাময়িকভাবে বহিষ্কার করার প্রস্তাবে ভোট আয়োজনের পথে হাঁটছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফাও। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। ওই প্রতিবেদনে বলা হয়, উয়েফার ২০ সদস্যের নির্বাহী কমিটির বেশিরভাগই ইসরায়েলকে নিষেধাজ্ঞা প্রস্তাবের পক্ষে সমর্থন দিতে পারেন। সেই সিদ্ধান্ত হলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না ইসরায়েল জাতীয় দল ও তাদের বিভিন্ন ক্লাব। এর আগে রাশিয়ার মতো ইসরায়েলকেও কেন নিষিদ্ধ করা হবে না এমন প্রশ্ন উঠেছিল। উয়েফার নিষেধাজ্ঞা পেলে একই ভাগ্য বরণ করবে দখলদার রাষ্ট্রটিও। দুই সপ্তাহ পর নরওয়ে ও ইতালির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ রয়েছে ইসরায়েলের। নিষেধাজ্ঞার সিদ্ধান্ত এলে তারা বিশ্বকাপ বাছাইয়েও...