গত জুলাই মাসের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা ১১৩টি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এসব মামলার মধ্যে ৬৫টি হত্যা মামলা রয়েছে, যেখানে মোট ৩ হাজার ৯১২ জনকে আসামি করা হয়েছে। তদন্তাধীন এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রিপরিষদের অধিকাংশ সদস্য, আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের আসামি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান দমনে বর্বর বলপ্রয়োগের অভিযোগে দেশজুড়ে মোট ১ হাজার ৭৩০টি মামলা দায়ের করা হয়েছিল, যার মধ্যে ৭৩১টিই ছিল হত্যা মামলা। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, তদন্তাধীন মামলাগুলোর মধ্যে ঢাকা মহানগর এলাকায় ৬১টি এবং দেশের আটটি বিভাগীয় শহরে ৫২টি মামলা রয়েছে। হত্যাকাণ্ড ছাড়াও অস্ত্র-গুলি, ভাঙচুর ও...