মৃৎশিল্পীদের রং-তুলির আঁচড়ে প্রাণ পাচ্ছে দেবী দুর্গার প্রতিমা রাজশাহীতে শারদীয় দুর্গাপূজা ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মৃৎশিল্পীদের রং-তুলির ছোঁয়ায় প্রাণ পাচ্ছে দেবী দুর্গার প্রতিমা। শিল্পীদের যত্নে মাটি, খড় ও বাঁশের কাঠামোয় ফুটে উঠছে ঐশ্বর্যের রূপ। এসব প্রতীমা যাবে মণ্ডপে মণ্ডপে। এদিকে, মণ্ডপ সাজসজ্জায় ব্যস্ত সময় পার করছেন কর্মীরা। নগরের বিভিন্ন স্থানে শেষ মুহূর্তের প্যান্ডেল তৈরির কাজও চলছে জোরেশোরে।আরো পড়ুন:দুর্গাপূজায় সারা দেশে র্যাবের ২৮১ টহল দল মোতায়েন৯ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধায় আমদানি-রপ্তানি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চলবে এ উৎসব। দেবীর আগমনী বার্তায় ইতোমধ্যেই ভক্তকুলে সাজ সাজ রব। প্রতিমাশালায় ঘুম নেই কারো। মৃৎশিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় তিলতিল করে কাদামাটিতে গড়া প্রতিমায় ভরে উঠছে পালপাড়াগুলো। রাজশাহী নগরের ধর্মসভা মন্দিরের গণেশ পাল, শেখেরচকের...