সংখ্যালঘু সম্প্রদায়ের জান-মালের ওপর হামলার দায়ে দুর্বৃত্তদের সরকার যথোপযুক্ত শাস্তি দেবে বলে প্রত্যাশা করছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা। তারা বলেছেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় কোনও মন্দির-মণ্ডপে হামলার ঘটনা তারা দেখতে চান না। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর আজিমপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দুই উপদেষ্টা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং কাজল দেবনাথ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক তাপস কুমার পালসহ পূজা উদযাপন পরিষদের জ্যেষ্ঠ নেতারা। জয়ন্ত কুমার দেব জানান, দুর্গাপূজার প্রস্তুতির মধ্যেই কয়েকটি জেলায় দুর্গাপ্রতিমা ও...