চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে চারটি গ্রুপে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৭১ প্রার্থী। তবে প্রাথমিক বাছাইয়ে বাতিল হয়েছে ৩৪জনের মনোনয়নপত্র। এর মধ্যে অর্ডিনারি সদস্য গ্রুপে ২৪জন, এসোসিয়েট সদস্য গ্রুপে ৮ ন এবং টাউন এসোসিয়েশন গ্রুপের তিন প্রার্থীরই মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল হয়েছে। বাদ যাওয়া প্রার্থীদের ৩৫ জনই বাদ গেছেন সিআইবি প্রতিবেদন, পুলিশ ক্লিয়ারেন্স ও ভ্যাট রিটার্ন না থাকায়। এর মধ্যে ৪ জনের সিআইবি প্রতিবেদন ইতিবাচক নয় । ভ্যাট রিটার্ন নেই ৮ জনের এবং পুলিশ ক্লিয়ারেন্সের মূল সনদ জমা দেননি এমন প্রার্থী ৮ জন। আবার সিআইবি ও পুলিশ ক্লিয়ারেন্সের মূল সনদ নেই এমন ব্যবসায়ী ৩ জন এবং পুলিশ ক্লিয়ারেন্সের মূল সনদ ও ভ্যাট রিটার্ন নেই এমন ব্যবসায়ী ৪ জন। বাতিল হওয়া প্রার্থীরা আপিল করার কিংবা ঘাটতি থাকা কাগজপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন বলেছেন চট্টগ্রাম চেম্বার...