চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এর হাতে রিপোর্ট তুলে দেন ডোপ টেস্ট কমিটির আহ্বায়ক ও চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। চাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে মোট ৯৩৬ জন ডোপ টেস্টের জন্য নমুনা প্রদান করেন। নমুনা প্রদানকারী ৯৩৬ জন প্রার্থীর ডোপ টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন ডোপ টেস্ট কমিটির সদস্য ও চবির চিফ মেডিক্যাল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব। এর আগে বৃহস্পতিবার কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে মোট ৯০৮ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করে কমিশন। এরমধ্যে কেন্দ্রীয় সংসদে মোট ৪১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। চাকসুর ওয়েবসাইটের তথ্যমতে, চাকসু ও হল সংসদ নির্বাচনে ভিপি পদে ২৪ জন , জিএস পদে ২২ জন, এজিএস পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।...