বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুত্ব, প্রেম, সম্পর্ক ও টানাপোড়েনের নানা দিক নিয়ে দুই তরুণ-তরুণীর গল্পে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘লিটল মিস ক্যাওস’। সিনেমাটি বানিয়েছেন মাহমুদা সুলতানা রীমা। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে সিনেমাটি। বিজ্ঞপ্তিতে চরকি জানিয়েছে, শিগগিরই প্রকাশ পাবে ‘লিটল মিস ক্যাওসের’ টিজার ও ট্রেইলার। তবে মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি। ‘লিটল মিস ক্যাওসের ’ কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন সাদ সালমি নাওভী ও সাদনিমা বিনতে নোমান। সিনেমায় দেখা যাবে, ফুড আর ফ্যাশনকে ঘিরে বিশ্ববিদ্যালয়পড়ুয়া ইরার জীবনের নানা ঘটনা ও জটিলতার গল্প। ফ্যাশনেবল এই তরুণীকে বিভিন্ন কারণে নানা ঝামেলায় পড়তে হয়। অগোছালো জীবনকে আগলে রাখতে তার জীবনে আসে মারুফ নামের এক শান্ত প্রকৃতির ছেলে। সিনেমাটি নিয়ে নির্মাতা ও গল্পকার রীমা বলেন, “এই গল্পে বন্ধুত্ব, প্রেম ও রসবোধ পাবেন দর্শকেরা। দেখা যাবে সম্পর্ক...