মেহেরপুরে ভৈরব নদে পড়ে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র মোহাইমিনুল ইসলাম ওরফে ছোট বাবুর মরদেহ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে সদর উপজেলার কুতুবপুর ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোহাইমিনুল ইসলাম সদর উপজেলার সীমান্তবর্তী শুভরাজপুর গ্রামের শিমুল হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। বৃহস্পতিবার বেলা ২টার দিকে তিন বন্ধুর সঙ্গে ভৈরব নদে গোসল করতে যায় মোহাইমিনুল। তবে সে নদীতে নামেনি, পাড়ে বসে ছিল। হঠাৎ পা পিছলে নদীতে পড়ে যায় এবং নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার চেষ্টা চালান। মেহেরপুর ফায়ার সার্ভিসও রাতভর...