অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এবার ‘প্রমোটার বউদি’। পরিচালক শৌর্য দেবের প্রথম ছবিতে নতুনভাবে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেত্রীকে। হইচইয়ের সিরিজ ‘দুপুর ঠাকুরপো’তে উমা বউদি চরিত্রে অভিনয় করে আলোচনায় ছিলেন স্বস্তিকা। রিলসে এখনো বারবার ঘুরেফিরে আসে সেই সিরিজের বিভিন্ন দৃশ্য। তবে সেই সিরিজের সূত্র ধরে নেট–দুনিয়ায় এই ‘বউদি’ যেন এক আপত্তিকর ইঙ্গিত। নতুন সিনেমার শুটিংয়ে গিয়ে আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন স্বস্তিকা। প্রমোটার বললেই মাথায় আসে কোনো পুরুষ হবেন কিন্তু সেই প্রচলিত ইমেজ ভেঙে এ ছবিতে স্বস্তিকাকে দেখা যাবে প্রমোটারের চরিত্রে। সিনেমাটি নিয়ে স্বস্তিকা বললেন, ‘নব্বইয়ের দশকের বাণিজ্যিক মসলা ছবির স্বাদ আবার ফিরিয়ে দেবে এই নতুন ছবি। একদিকে যেমন সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের মতো পরিচালকদের নিয়ে দর্শকমহলে আলোচনা হয়, তেমনই বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যেতে অঞ্জন চৌধুরী, প্রভাত...