চট্টগ্রাম:শিশির ভেজা ভোর নেই, হারিয়ে গেছে শিউলি ফুলের সমারোহ। আকাশে এখনও মাঝে মাঝে কালো মেঘের ভিড়।তবুও শরতের দুর্গোৎসব এসেছে, মন্দির-মণ্ডপ সাজছে প্রতিমায়। মাস দুয়েক নির্ঘুম রাত জেগে প্রতিমালয়গুলোর মৃৎশিল্পীদের ব্যস্ততা শেষ হতে চলেছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে, শনিবার (২৭ সেপ্টেম্বর) পঞ্চমী তিথিতে সন্ধ্যায় দেবীর বোধন, রোববার (২৮ সেপ্টেম্বর) পূর্বাহ্ন ৯টা ১৬ মিনিটের মধ্যে দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ, সোমবার (২৯ সেপ্টেম্বর) সপ্তমী তিথিতে সকাল ৯টা ২৮ মিনিটের মধ্যে নবপত্রিকা স্নান ও স্থাপন করা হবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অষ্টমী সন্ধ্যা ৬টা ৭ মিনিট পর্যন্ত। সকাল ৭টার মধ্যে মহাষ্টমীবিহিত পূজা ও ৮টা ২৯ মিনিট থেকে ৯টা ২৮ মিনিটের মধ্যে পুষ্পাঞ্জলি। বিকাল ৫টা ৪৩ মিনিট থেকে ৬টা ৭ মিনিট পর্যন্ত চলবে সন্ধি পূজা। ৬টা ৩১ মিনিটে বলিদান ও সন্ধি পূজা সমাপন হবে। বুধবার (১ অক্টোবর)...