নিয়মিত লোডশেডিং ও পানির সঙ্কট নিয়ে বিক্ষোভ সহিংস হয়ে ওঠার পর মাদাগাস্কারের কর্তৃপক্ষ বৃহস্পতিবার রাজধানীতে সন্ধ্যা থেকে পরদিন ভোর পর্যন্ত কারফিউ জারি করেছে বলে জানিয়েছেন এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। রাজধানী আনতানানারিভোতে বিক্ষোভরত হাজারো মানুষকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদুনে গ্যাস ছুড়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। বিক্ষোভকারীদের বেশিরভাগই ছিল তরুণ, যারা প্ল্যাকার্ড হাতে মিছিল করেছে। আন্দোলনকারীরা সরকারবিরোধী স্লোগান দেয় এবং দেশজুড়ে পানি ও বিদ্যুৎ নিশ্চিত করার দাবি জানায়। “দুর্ভাগ্যজনকভাবে কিছু ব্যক্তি অবস্থার সুযোগ নিয়ে অন্য মানুষের সম্পদ ধ্বংসে লিপ্ত হয়,” বৃহস্পতিবার ব্যক্তি মালিকানাধীন রিয়েল টিভিতে পড়া বিবৃতিতে এমনটাই বলেন পুলিশ ও সামরিক বাহিনীকে নিয়ে গঠিত একটি যৌথ নিরাপত্তা কাঠামোর প্রধান জেনারেল অ্যাঞ্জেলো রাভেলোনারিভো। ‘জনগণ ও তাদের সম্পদ’ রক্ষায় নিরাপত্তা বাহিনী সন্ধ্যা ৭টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি করেছে,...