বেশ কিছুদিন স্থিতিশীল থাকার পর আবারো অস্থির ভোজ্যতেলের বাজার। লিটারে ১০ টাকা বাড়াতে ব্যবসায়ীদের প্রস্তাব সরকার খুব একটা আমলে না নেওয়ায় এখন সরবরাহ সংকটের অভিযোগ করছেন বিক্রেতারা। বলছেন, দাম বাড়ানোর আগের মতো আচরণ করছে কোম্পানিগুলো।বাড়তি ডালের দামও। এতে বেশ বিপাকে সাধারণ মানুষ। সুখবর নেই মাছের বাজারেও। সরবরাহ কমের অজুহাতে বেড়েছে ইলিশসহ অন্যান্য মাছের দাম। চাষের মাছ কেজিতে ২০ টাকা বাড়লেও খাল-বিলের মাছের দাম বেড়েছে ৫০ টাকা পর্যন্ত। সবজির বাজারে সরবরাহ ভালো। দাম কমার কথাও বলছেন বিক্রেতারা। মৌসুমি সবজি বাজারে এলে দাম আরো কমার আভাস তাদের। তবে...