বগুড়ায় ট্রাক ও থ্রি-হুইলারের (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে একজন বিপুল চন্দ্র দাস...