বাংলাদেশে নানা ধরনের সাইবার প্রতারণার ঘটনা ঘটছে। এর শিকার হচ্ছে প্রায় সব শ্রেণির মানুষ। সাইবার অপরাধে ডিপফেক ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহারের বিষয়টি এখন নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। এসব মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই। আজ শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় এসব কথা বলা হয়। সাইবার নিরাপত্তা সচেতনতা মাস (অক্টোবর) উপলক্ষে এই আলোচনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে কর্মসূচিও ঘোষণা করা হয়। অনুষ্ঠানের আয়োজক সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিসিএফ)। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) উপপরিচালক তাপসী রাবেয়া বলেন, সাইবার অপরাধের নানা ধরন দেখা যাচ্ছে এখন। নানাভাবে প্রতারণার শিকার হয়ে মানুষ সহায়তার জন্য আসছে। এ ধরনের প্রতারণার শিকার শুধু গ্রামের মানুষই হচ্ছে না; শিক্ষিত, ভালো চাকরি করা মানুষজনও ফাঁদে পড়ছে। বেশি শিকার তরুণেরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক এখন ভয়ংকর...