২০২৪ সালের ৫ আগস্ট তথা ‘৩৬ জুলাই একটি অনিবার্য বিপ্লবের সুবহে সাদিক’ বলে উল্লেখ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। ছাত্রশিবির সভাপতির সেই পোস্টটি যুগান্তর পাঠকদের জন্য তুলে ধরা হলো- ‘জুলাই আমাদেরকে শিখিয়েছে কীভাবে ন্যায়ের পক্ষে লড়াই ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হয়। কীভাবে সব দল মতকে এক কাতারে শামিল করতে হয়। জীবনের বিনিময়ে স্বাধীনতার স্বাদ নিতে হয়। কীভাবে করে নিজের জীবন দিয়ে সবাইকে বাঁচিয়ে দিতে হয়। কিন্তু, জুলাই আমাদেরকে এখনো শেখাতে পারেনি কীভাবে একটি রাষ্ট্রের আমূল পরিবর্তন করতে হয়। কীভাবে দুর্নীতি মুক্ত আমলাতন্ত্র ও মানবিক প্রশাসন ঢেলে সাজাতে হয়। শেখাতে পারেনি, কীভাবে সবার জন্য নিরাপদ বাংলাদেশ নিশ্চিত করতে হয়।আরও পড়ুনআরও...