নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বল্প ও মধ্যম আয়ের মানুষ। সংসারের হিসাব মিলাতে হিমশিম খাচ্ছেন তারা। নির্ধারিত আয়ের বিপরীতে ব্যয়ের গতি ভয়াবহভাবে বেড়ে যাওয়ায় অনেকে পরিবার-পরিজনের নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানোর ভার যেন অদৃষ্টের ওপর ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। আজ ২৬ সেপ্টেম্বর শুক্রবার রাজধানীর নয়াবাজার এলাকায় ঘুরে দেখা গেছে, সপ্তাহের বাজার করতে এসে অনেকেই হতাশা নিয়ে ফিরছেন ঘরে। দাম সামান্য কমার খবর এখন অনেকটাই ফিকে শোনায় জীবনযুদ্ধের কাছে পরাজিত এই মানুষদের কাছে। কেউ কেউ বলছেন, দোকানে ঢুকলেই ভয় লাগে, কোনটা রেখে কোনটা কিনব বুঝে উঠতে পারি না। সবজির দাম কিছুটা স্থিতিশীল থাকলেও মনোহারি দোকানে মিলছে না কোনো স্বস্তি। ডিমের ডজন বিক্রি...