২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪২ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে লিবিয়ার প্রয়াত নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগে দণ্ডিত করা হয়েছে। এটি আধুনিক ফ্রান্সের ইতিহাসে প্রথমবারের মতো যে কোনো সাবেক প্রেসিডেন্টকে কারাদণ্ড দেওয়া হলো। আদালত সারকোজিকে পাঁচ বছরের জেল এবং ১ লাখ ১৭ হাজার ডলার জরিমানা করেছে। প্যারিসের আদালত বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেছে। অভিযোগ অনুযায়ী, ২০০৭ সালের ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে সারকোজি গাদ্দাফির কাছ থেকে নগদ অর্থ, ব্যাংক লেনদেন এবং অফশোর অ্যাকাউন্টের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ পেয়েছিলেন। বিনিময়ে গাদ্দাফি ফ্রান্সের সঙ্গে অর্থনৈতিক চুক্তি, কূটনৈতিক স্বীকৃতি এবং ভগ্নিপতি আবদুল্লাহ সেনুসির গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আশ্বাস প্রত্যাশা করেছিলেন। ৭০ বছর বয়সী সারকোজি রায় ঘোষণার পর সাংবাদিকদের বলেন, “তারা যদি আমাকে জেলে ঘুমাতে...