অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলামকে অন্যত্র বদলি করা হয়েছে। দুদকের অভিযানের ১০ দিন পর বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। একইসঙ্গে আমিনুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রধান মো. মুহিদুল হাসান। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে আমিনুল ইসলামকে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান করে বদলি করা হয়েছে। এর আগে ১৫ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন কুমার সূত্রধরের নেতৃত্বে তিন সদস্যের একটি দল অধ্যক্ষের অনিয়ম ও দুর্নীতি তদন্তে কলেজ পরিদর্শন করে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন। বদলি প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, “কর্তৃপক্ষ যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। এতে আমি অসন্তুষ্ট নই।...