২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান না করে অন্তর্বর্তী সরকার দুই হাজার শহিদের সাথে গাদ্দারী করছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহ-সভাপতি শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস। তিনি বলেন, সম্প্রতি নিউইয়র্কে জুলাই আন্দোলনের অগ্রনায়কদের উপর ডিম নিক্ষেপের ঘটনা প্রমাণ করে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। তাই অবিলম্বে খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানসহ ৬ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ জুমা খেলাফত মজলিস ঘোষিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গোয়াইনঘাট উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে গোয়াইনঘাট কেন্দ্রীয় শহিদ মিনার থেকে উপজেলা সভাপতি কাজী মাওলানা শরিফ উদ্দিন ও...