রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে দূরপাল্লা বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে মালিকপক্ষ। হঠাৎ বাস বন্ধের এমন সিদ্ধান্তে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজশাহী বাসস্ট্যান্ডে এসে অনেক যাত্রী বাস না পেয়ে বিকল্প উপায়ে যাত্রা করে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল। জানা গেছে, এই রুটে চলাচল করা একতা ট্রান্সপোর্টের বাস ও লোকাল বাস ছাড়া অন্য সব পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এর আগে চলতি মাসেই বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে দুই দফা বাস বন্ধ চালানো করে রেখেছিল চালক, তাদের সহকারী ও সুপারভাইজাররা। মালিকপক্ষের দাবি, শ্রমিকদের করা বেতন বৃদ্ধির দাবি মেনে নেওয়া হয়েছে। এরপরও তারা অযৌক্তিক দাবি করছে, যা মেনে নেওয়া সম্ভব নয়।...