দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, যুক্তরাষ্ট্রে এই চিঠি পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে থাকা অর্থপাচার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সহায়তা চাওয়া। এর আগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (BFIU) থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, জয় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অনুমোদন ছাড়া বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছেন এবং সেই অর্থের উৎস আয়কর রিটার্নে গোপন রেখেছেন। দুদকের নথিতে উল্লেখ আছে, সজীব ওয়াজেদের নামে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের গ্রেট ফলস এলাকায় একটি বিলাসবহুল বাড়ি রয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৪৫ কোটি ৪৭ লাখ টাকা। এছাড়া আরও একটি বাড়ি রয়েছে ফলস চার্চ এলাকায়, যার মূল্য আনুমানিক ৭ কোটি ৭৩ লাখ টাকা। মোট দুই বাড়ির মূল্য ৫৩ কোটি টাকার বেশি। তাছাড়া, জয় এবং তার সংশ্লিষ্ট কোম্পানিগুলোর নামে যুক্তরাষ্ট্রে মোট ১২টি ব্যাংক হিসাব...