বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা ‘নির্বিঘ্ন’ করতে প্রশাসনের নানা পদক্ষেপে ‘আশ্বস্ত’ হওয়ার কথা জানিয়ে পূজা উদযাপন পরিষদ বলছে, তাদের ‘সে অর্থে উৎকণ্ঠা’ নেই। এ উৎসব শুরুর আগে দেশের বিভিন্ন এলাকায় প্রতিমা ভাংচুরের ঘটনার বিষয়ে সংগঠনটির নেতৃবৃন্দের ভাষ্য, দুর্বৃত্তরা হামলা ‘করতেই পারে’। ঘটনার পর দুর্বৃত্তরা ধড়া পড়ছে কি না, বিচার হচ্ছে কি না- সেটিই তাদের ‘বিবেচ্য বিষয়’। দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ ও ‘মহানগর সার্বজনীন পূজা কমিটি’ আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগের কথা তুলে ধরা হয়। এ সময় নেতৃবৃন্দ দুর্গাপূজা ‘নির্বিঘ্নে’ উদযাপিত হওয়ার আশা প্রকাশ করে পূজার দিনগুলোতে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং ঢাকায় অন্তত রাত ১১টা পর্যন্ত মেট্রোরেল চালু রাখার দাবি জানান। দুর্গাপূজায় দেশের বিভিন্ন জেলার সাত শতাধিক মণ্ডপকে ‘ঝুঁকিপূর্ণ’...