সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজার ছুটিতে বেনাপোল বন্দর দিয়ে ভারত ভ্রমণে পাসপোর্টধারীদের যাতায়াত বেড়েছে। ছুটিতে পরিবার-পরিজন নিয়ে পূজা উপভোগ ও দর্শনীয় স্থান ভ্রমণে ভারতে যাচ্ছেন অনেকে। কেউ কেউ ছুটি কাজে লাগিয়ে চিকিৎসার জন্য যাচ্ছেন। একইভাবে ভারত থেকেও এই বন্দর দিয়ে বাংলাদেশে আসছেন বহু মানুষ। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চার দিনে এই চেকপোস্ট ব্যবহার করে ৭ হাজার ৩০৩ পাসপোর্টধারী যাত্রী পারাপার হয়েছেন বলে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি ইলিয়াস হোসেন মুন্সি জানিয়েছেন। ২০২৪ সালের ৫ অগাস্টের পর ভারত সরকার বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা বন্ধ করে দেয়। ভিসা প্রদানের ক্ষেত্রে ভারত সরকার বিধিনিষেধ আরোপ করায় কমে যায় দুদেশের মধ্যে যাত্রী পারাপার। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ৫ অগাস্টের আগে প্রতিদিন এ চেকপোস্ট দিয়ে ৭ থেকে ৯...