নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে সম্প্রতি একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, অস্ট্রেলিয়া, পর্তুগালসহ পশ্চিমা বিশ্বের বেশ কিছু প্রভাবশালী দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে প্রায় ৭৫ শতাংশ দেশ ইতোমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ইউরোপের আরও কয়েকটি দেশ জাতিসংঘে ফিলিস্তিনের স্বীকৃতি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ইতিহাস মূলত একটি জাতির আত্মনিয়ন্ত্রণের দীর্ঘ সংগ্রামের গল্প। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ফিলিস্তিনিদের রাষ্ট্র গঠনের পথ দীর্ঘদিন রুদ্ধ ছিল। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেম দখল করে নেয়। এরপর সামরিক শাসন, বসতি স্থাপন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে দখলদার ইসরায়েলের বিধিনিষেধ চাপিয়ে দেওয়া হয়। ১৯৬৯ সালে তখনকার ইসরায়েলি প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার এক বিতর্কিত বক্তব্য দেন,...