আজকের লেখাটি লন্ডন শহর নিয়ে এবং সময় নিয়ে। লন্ডন আমার খুব প্রিয় একটি শহর।লন্ডনের নাম উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে বিগ বেনের ঘণ্টাধ্বনি, বাকিংহাম প্যালেসের জাঁকজমক কিংবা টেমস নদীর ধারে আলোকিত রাত্রি। কিন্তু এই নগরীর বুকে লুকিয়ে আছে এমন এক স্থান, যা পৃথিবীর ইতিহাস ও সময়কে একসূত্রে বেঁধে দিয়েছে। সেটি হলো গ্রিনিচ (Greenwich)—যেখানে সময়ের সূচনা, ইতিহাসের ধারা এবং মানবসভ্যতার যাত্রা মিলেমিশে এক হয়ে আছে। গ্রিনিচ শুধু একটি ভূগোলের নাম নয়। এটি পৃথিবীর শূন্য দ্রাঘিমারেখার কেন্দ্রবিন্দু; এখান থেকেই মানবজাতি সময়কে ভাগ করে নিয়েছে, পরিমাপ করেছে, এবং আন্তর্জাতিক সমঝোতার মাধ্যমে বিশ্বকে এক সূত্রে বেঁধেছে। বলা যায়, “গ্রিনিচ হলো সেই আয়না, যেখানে মানবসভ্যতা সময়কে প্রথম দেখেছিল। ” চলুন ইতিহাসের পথ ধরে ঘুরে আসি গ্রিনিচ। ১৮৮৪ সালের ওয়াশিংটন ডিসির আন্তর্জাতিক সম্মেলন ছিল সময়ের...