চট্টগ্রাম:কাঁচাবাজারে উঠতে শুরু করেছে শীতকালীন শাক-সবজি। কিন্তু পরিমাণে কম, দামও চড়া।শীতের সবজির মধ্যে ক্রেতার চাহিদা বেশি ফুলকপি, বাঁধাকপি ও শিমের। এসব সবজির দামও অনেক বেশি। বিক্রেতারা বলছেন, বাজারে শিম, কপি শীতের সবজি আসতে শুরু করেছে। ভাদ্র মাসের শেষদিক থেকে এগুলো বাজারে আসে। এসব সবজির দাম একটু বেশি। কিছুদিন পর পুরোদমে আসলে দামও কমবে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি, বহদ্দারহাট ও চকবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। বাজারে ফুলকপি, বাঁধাকপি ও শিম বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। বাজারে বেগুন ৮০-৯০ টাকা, কাঁকরোল, পটল ৭০ থেকে ৮০ টাকা, ঝিঙা, বরবটি ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। ভারতীয় টমেটো ১০০- ১২০ টাকায় বিক্রি হচ্ছে। কচুরমুখী, লাউ, মূলা কেজিপ্রতি ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কচুর লতি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০...