ভারতের সংবাদমাধ্যম ‘এই সময়’-এর সাংবাদিকের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রকাশিত ছবিকে ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, মির্জা ফখরুল ইসলামের সঙ্গে কেউ ছবি তুলতে চাইলে উনার পক্ষে না করা সম্ভব নয়।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশনের সম্পাদকীয় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ভারতের ওই পত্রিকায় সাক্ষাৎকারের ব্যাপারে মির্জা ফখরুল ইসলাম স্পষ্টভাবে বলেছেন, এই সাক্ষাৎকার তিনি দেননি।‘এই সময়’-এর সাংবাদিকের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির অফিসে যে কেউ আসতে পারেন। বিএনপি সবসময় উন্মুক্ত রাজনীতি করে- পল্টন বা গুলশান, সব অফিসই সবার জন্য খোলা। বিশেষ করে কেউ যদি সাংবাদিক পরিচয়ে গিয়ে মহাসচিবের সঙ্গে ছবি তোলেন, সেটি ফিরিয়ে দেওয়া তার পক্ষে সম্ভব নয়। তবে শুধু একটি...