বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “আগামী নির্বাচনে খুনি, চাঁদাবাজ ও মাস্তানদের সঙ্গে নতুন ভোটারদের লড়াই হবে। যারা ফ্যাসিবাদকে বিদায় দিয়েছে সেই তরুণ প্রজন্মই ভবিষ্যতেও দেশ পরিচালনায় সঠিক নেতৃত্ব বেছে নেবে।” শুক্রবার ডুমুরিয়া উপজেলা স্বাধীনতা চত্বরে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “জামায়াত দেশ পরিচালনার সুযোগ পেলে বেকার সমস্যার সমাধান করা হবে। শিক্ষার আমূল সংস্কার এবং কারিগরি দক্ষতাভিত্তিক সমাজ গড়ে একটি সুখী, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠন করা হবে।” তিনি ডুমুরিয়া-ফুলতলার দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যার সমাধান করতে বিল ডাকাতিয়া এলাকায় মহাপরিকল্পনা গ্রহণের ঘোষণা দেন। “ডুমুরিয়াকে ব্যবসায়িক হাবে রূপান্তর করা হবে। শিক্ষার পরে চাকরি নিশ্চিত করা হবে, না হলে বেকার ভাতা দেওয়া...