টাঙ্গাইলের সখীপুরে জনপ্রিয় হচ্ছে বায়োগ্যাস প্লান্ট। পচনশীল আর পশুর বর্জ্যের যথাযথ ব্যবহার, স্বল্প খরচ, পয়ঃনিস্কাশন ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং দূষণ মুক্ত পরিবেশ ধরে রাখতে বায়োগ্যাস প্লান্ট স্থাপনের জন্য এলাকাবাসী ঝুঁকছে ডেইরি ও পোল্ট্রি খামারের দিকে। প্রতিদিন রান্নার কাজে জ্বালানি কাঠের ব্যবহার কমিয়ে আনা এবং বন উজাড় রোধ করে দেশের উন্নয়ন এবং দূষণমুক্ত পরিবেশ ধরে রাখতে সহায়ক ভূমিকা পালন করছে। এ ছাড়া স্বল্প খরচে গ্রামীণ গৃহস্থালীদের মাঝে গ্যাস সরবরাহের মাধ্যমে সহজতর হচ্ছে রান্নাবান্নার কাজ। আর গৃহিণীরা মুক্ত থাকছে স্বাস্থ্য ঝুঁকি থেকে। উপজেলা যুব উন্নয়ন কার্যালয় সূত্রে জানা যায়, সখীপুরে বেশ কয়েকটি গ্রামে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে 'ইমপ্যাক্ট বায়ু গ্যাস প্রকল্পে'র আওতায় ট্রেনিং ও ঋণদানের মাধ্যমে বায়োগ্যাস প্লান্ট কার্যক্রম জনপ্রিয় করতে কাজ করছে। উপজেলার নলুয়া গ্রামের তাসলিমা আক্তার বলেন, ডেইরি...