জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে লামিনে ইয়ামালের চোট নিয়ে ক্লাবে ফেরা এবং পরবর্তীতে বিষয়টি নিয়ে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের অভিযোগ ঘিরে বেশ আলোচনার জন্ম হয়। স্পেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে অবশ্য পুরনো বিতর্কে জড়াতেই চাইলেন না। বলে দিলেন, ফ্লিকের অভিযোগ তার স্মরণে নেই এবং এ বিষয়ে কথা বলতে আগ্রহীও নন তিনি। চলতি মাসের প্রথমার্ধে স্পেনের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে জাতীয় দলে যোগ দেন ইয়ামাল। বুলগেরিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে ৭৯ মিনিট ও তুরস্কের বিপক্ষে ৬-০ গোলে জয়ের ম্যাচে ৭৩ মিনিট খেলেন এই তারকা ফুটবলার। জাতীয় দল থেকে কুঁচকির চোট নিয়ে ফেরেন ইয়ামাল এবং সেই কারণে এখনও বার্সেলোনার হয়ে মাঠে নামতে পারেননি দলটির আক্রমণভাগের খুব গুরুত্বপূর্ণ এই সদস্য। এই সময়ে তিনি ক্লাবের হয়ে খেলতে পারেননি ভালেন্সিয়া, নিউক্যাসল...