পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশসহ বিভিন্ন অঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ১৭ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে বলে নিশ্চিত করেছে পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি)। সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দু কুশ পর্বতমালা। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৯৫ কিলোমিটার নিচে। ভৌগোলিক অবস্থান নির্ধারণ করা হয় ৩৬.৫১° উত্তর অক্ষাংশ এবং ৭০.৯৮° পূর্ব দ্রাঘিমাংশে। কম্পন সবচেয়ে তীব্রভাবে অনুভূত হয়েছে চিত্রাল, পেশোয়ার ও সোয়াত অঞ্চলে। এ ছাড়া পুখতুনখোয়া টাইমস সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, এটক, লোয়ার দির ও আপার দিরেও হালকা মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভূতাত্ত্বিকভাবে পাকিস্তান একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল। দেশটি আরবীয়, ইউরো-এশীয় ও ভারতীয়—এই তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ফলে পাঁচটি প্রধান সিসমিক জোনের...