পার্বত্য চট্টগ্রামে অব্যাহত নারী নিপীড়নের বিরুদ্ধে খাগড়াছড়িতে নিপীড়ন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে ‘জুম্ম ছাত্র-জনতার’ ব্যানারে খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি চেঙ্গী স্কয়ার, মহাজন পাড়া, শাপলা চত্বর, ভাঙা ব্রিজ ঘুরে চেঙ্গী স্কয়ারে গিয়ে সমাবেশ করে। এ সময় বক্তারা বলেন, পাহাড়ে নারী নিপীড়ন, ধর্ষণের মতো ঘটনা ঘটলেও বিচারহীনতার সংস্কৃতির কারণে অভিযুক্তরা ছাড় পেয়েছে। সমাবেশ থেকে পার্বত্য চট্টগ্রামে অব্যাহত নারী নিপীড়নের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। জুম্ম নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা। সমাবেশে বক্তব্য রাখেন কৃপায়ন ত্রিপুরা, ক্যাচিংনু মারমা, আকাশ ত্রিপুরা, কবিতা চাকমা, উকানু মারমাসহ প্রমুখ। বক্তারা জানান, আজকে সমাবেশে বিপুল মানুষের উপস্থিতি প্রমাণ করে মানুষ পাহাড়ে আর ধর্ষণের ঘটনা দেখতে চায় না।...