শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর বেনারসি পল্লিতে বেচাকেনা জমজমাট হয়ে উঠেছে। দেশীয় ঐতিহ্যের সঙ্গে নতুন নকশার শাড়ির পসরা সাজিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে বিক্রেতারা ব্যস্ত সময় পার করছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে মিরপুর ‘অরিজিনাল ১০ নম্বরে’ বেনারসি পল্লির দোকানগুলো ঘুরে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। নিজের বা স্বজনদের জন্য পছন্দের শাড়িটি কিনতে তারা এক দোকান থেকে আরেক দোকানে যাচ্ছিলেন। ‘লাল বউ বেনারসি’ দোকানে কথা হয় ব্যাংক কর্মকর্তা সঞ্জীব দাশের সঙ্গে। সঞ্জীব জানান, তিনি কাঞ্চিপুরাম শাড়ি খুঁজছেন, তবে ভালো মানের পাওয়া যাচ্ছে কম। অধিকাংশ দোকানে একই ধরনের শাড়ি পাওয়া যাচ্ছে। বিক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় এবার বিক্রি বেশি। ভারতে যাওয়ার ক্ষেত্রে কড়াকড়ি থাকায় দেশের মধ্যে ক্রেতাদের চাপ বেড়েছে। বিশেষ করে কাতান, সিল্ক, কাঞ্চিপুরাম, মিরপুরের কাতান, জামদানি, গাদওয়াল, ইক্কত, তসর, মটকা, উপহার...