ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ হঠাৎ অশান্ত হয়ে উঠেছে। একসময় কাশ্মীরের অংশ থাকা অঞ্চলটিকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে কয়েকদিন ধরে চলা আন্দোলন বুধবার (২৪) সেপ্টেম্বর) প্রাণঘাতী সংঘাতে রূপ নিয়েছে।সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি হয়েছে কারফিউ। এই প্রেক্ষাপটে আলোচনায় এসেছেন ম্যাগসেসে পুরস্কারপ্রাপ্ত লাদাখের শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। আমির খান অভিনীত ব্লকবাস্টার ‘থ্রি ইডিয়টস’ সিনেমার ‘র্যাঞ্চো’ চরিত্রের মূল প্রেরণা যিনি। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার মনে করছে, লাদাখে এখনকার যে পরিস্থিতি এর জন্য দায়ী ওয়াংচুক। এজন্য তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে বৈদেশিক অনুদান সংক্রান্ত একটি অভিযোগের তদন্তও শুরু করেছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা সিবিআই। এমনকি ওয়াংচুকের স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখ বা ‘সেকমল’র নিবন্ধন বাতিল করা হয়েছে। ফলে বিদেশ থেকে আর কোনো তহবিল গ্রহণ করতে পারবে না এই দাতব্য প্রতিষ্ঠান। ওয়াংচুকের জীবনী...