এশিয়া কাপে গতরাতে পাকিস্তান ক্রিকেট দলের কাছে হেরেছে বাংলাদেশের টাইগাররা। ১৩৬ রানের লক্ষ্য খুব বড় ছিল না। পাকিস্তানের বিপক্ষে লক্ষ্যটা আরও কম হতে পারতো। বাংলাদেশ দল সহজ তিনটি ক্যাচ ফেলে দেয়। তারপর ব্যাটাররা যাচ্ছেতাই ব্যাটিং করে ডোবান। ফাইনালে খেলার সুবর্ণ সুযোগ নষ্ট করে পাকিস্তানের কাছে ১১ রানে হেরে। সহজ একটি ম্যাচ হাতছাড়া হওয়ায় ক্ষেপেছেন নেটিজেনরা। তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষোভ প্রকাশ করছেন। শামীম আহমেদ লিখেছেন, ‘মায়ের দোয়া ক্রিকেট টিমকে লাল সালাম।’ ম্যাশ নাহিদ লিখেছেন, ‘আমাদের টি-টোয়েন্টি ক্রিকেটের সামর্থ তখনই বোঝা যায়; যখন দেশের অন্যতম সেরা ফিনিশার এশিয়া কাপে ৬৬ বলে শূন্য ছয় মারেন। মনে করিয়ে দেওয়া ভালো, আগের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার ৪৬ বলে শূন্য ছয় ছিল।’ আরও পড়ুননুরা পাগলা আর নুরাল পাগলা আলাদা ব্যক্তিহাসপাতালে বিয়ে নতুন এক ইতিহাস বিনোদন...