নিজস্ব প্রতিবেদক : পাকিস্তানে ভয়াবহভাবে কেঁপে উঠেছে মাটি! দেশটির রাজধানী ইসলামাবাদসহ উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে এই ভূমিকম্প অনুভূত হয়। পাকিস্তানের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (NSMC) এবং আবহাওয়া অধিদপ্তরের যৌথ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উৎপত্তিস্থল: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী হিন্দুকুশ পার্বত্য অঞ্চল বর্তমানে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে জনগণের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় ও ইউরোশিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত...