দেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয়ে থাকলেও সরকার চাইলে সে সময়ের মধ্যেই একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অংশ নিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন বিএনপি মহাসচিব। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে সেখানে যাওয়ার পর সময় সংবাদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশে ৩ মাসেই অনেক নির্বাচন হয়েছে। কাজেই নির্বাচন আয়োজন কোনো বড় সমস্যা নয়। মূল বিষয়টা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা। সরকার যদি চায়, তাহলে ফেব্রুয়ারিতেই নির্বাচন দেওয়া সম্ভব।’ তিনি আরও বলেন, ‘দীর্ঘ প্রায় দুই দশক ধরে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। বর্তমান সরকার পরিবর্তনের পরও জনগণের মধ্যে আস্থাহীনতা থেকেই গেছে।’ বিএনপি...