ভারতের বাংলা দৈনিক ‘এই সময়’‑এ প্রকাশিত এক বিশেষ প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের রাজনীতিতে পুনরায় প্রাসঙ্গিক হয়ে উঠা জামায়াতে ইসলামীকে কেন যুক্তরাষ্ট্র পছন্দ করতে পারে-তা ব্যাখ্যা করেছেন এক বিদেশি কূটনীতিক। প্রতিবেদক অনমিত্র চট্টোপাধ্যায়ের লেখা ‘পূর্বের হাওয়া: পর্ব ৩- ইসলামী জোট গড়ে জয়ী হতে কি পারবে জামায়াত’ শিরোনামের প্রতিবেদনে ওই কূটনীতিকের নাম প্রকাশ করা হয়নি; তবে তিনি পাঁচটি কারণে জামায়াতকে আমেরিকার পছন্দ হিসেবে চিহ্নিত করেছেন। প্রতিবেদন ও কূটনীতিকের উদ্ধৃতি অনুযায়ী, জিজ্ঞাসা করা হয়েছিল-‘বাংলাদেশে জামায়াত কেন যুক্তরাষ্ট্রের কাছে এত প্রিয়?’ জবাবে তিনি বেশ কিছু দিক তুলে ধরেন। প্রধান পাঁচ কারণকে কূটনীতিকটি বিশেষ গুরুত্ব দিয়েছেন: কূটনীতিকটি বলেন, জামায়াতের অনেক নেতা উচ্চশিক্ষিত এবং বাণিজ্যিকভাবে সফল। এ কারণে তারা কৌশলগতভাবে বেশি গ্রহণযোগ্য ও উপযোগী মনে হতে পারে। তিনি উল্লেখ করেছেন যে জামায়াতের নেতারা ম্যান্ডারস বা আচরণগতভাবে ভদ্র...