বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪১তম ও ৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের ৩২ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) ফেনী জেলা পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার শিক্ষা সফরের অংশ হিসেবে তারা ফেনীতে আসেন। এ সময় ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। পরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সভায় পুলিশ সুপার হাবিবুর রহমান শিক্ষানবিশ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “আপনারাই আগামী দিনের পুলিশ বাহিনীর নেতৃত্ব দেবেন। সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধ ধারণ করে জনবান্ধব পুলিশ হিসেবে গড়ে উঠতে হবে। দেশের জন্য নিবেদিত থেকে জনগণের আস্থা অর্জনই হবে আপনাদের সবচেয়ে বড় অর্জন।” তিনি আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ শিক্ষানবিশ কর্মকর্তারা সাহস, সততা ও দূরদর্শিতার মাধ্যমে...