নড়াইল জেলার লোহাগড়া উপজেলা খুলনা বিভাগের মধ্যে উন্নয়নমূলক কর্মকাণ্ডে এগিয়ে রয়েছে। ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়নে দৃশ্যমান পরিবর্তন আনায় প্রশংসিত হয়েছেন লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিঠুন মৈত্র। তিনি ভূমি সেবায় দালালমুক্ত সেবা নিশ্চিত করেছেন, অবৈধ দখল উচ্ছেদ এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন, যার ফলে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। এছাড়াও, পৌরসভার উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তার নেতৃত্বে নতুন মাত্রা যোগ হয়েছে। গত এক বছরে লোহাগড়া পৌরসভায় একাধিক সড়ক নির্মাণ, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার, খেলার মাঠসহ প্রায় ২২–২৩টি উন্নয়নমূলক কাজ ধারাবাহিকভাবে সম্পন্ন হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য এছাড়া, পৌরসভার বিভিন্ন মসজিদ, মন্দির, ঈদগাহ, কবরস্থান ও শিক্ষা প্রতিষ্ঠানে গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। নাগরিক সেবা সহজ করতে সনদ প্রদান কার্যক্রমও গতিশীল করা...