বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেছেন, “সীমান্ত থেকে ৮ কিলোমিটার পর্যন্ত এলাকায় বর্ডারগার্ড অব বাংলাদেশ (বিজিবি) প্রত্যক্ষভাবে কাজ করে। শুধু পূজা সংক্রান্ত বিষয়গুলোই নয়, সাধারণ জনগণের যে কোনো সমস্যাতেই বিজিবি ওতপ্লোতভাবে জড়িত থাকে।” দূর্গাপূজা উপলক্ষ্যে বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতায় থাকা তিনটি উপজেলা—বিয়ানীবাজার, বড়লেখা ও জুড়ীর সীমান্তবর্তী ৫৫টি পূজামন্ডপ এবং ব্যাটালিয়ন হেড কোয়ার্টারের দুই কিলোমিটার অভ্যন্তরে থাকা ৩টি মন্ডপের নিরাপত্তায় বিজিবি প্রত্যক্ষভাবে দায়িত্ব পালন করবে। এছাড়া ব্যাটালিয়ন হেড কোয়ার্টার ছাড়াও ৯টি টহল, ৯টি প্লাটুন বিজিবি এই এলাকায় মোতায়েন থাকবে। লে. কর্ণেল আরিফুল হক চৌধুরী বলেন, “এ এলাকায় পূজা সংক্রান্ত যেকোনো রকম টহল, নিরাপত্তা এবং পূজা কমিটিকে সহযোগিতার জন্য বিজিবি প্রস্তুত থাকবে। পূজা শেষ হওয়া পর্যন্ত আমাদের নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম চলমান থাকবে। এছাড়া একটি মনিটরিং সেল গঠন করা...