বর্তমান সময়ে মানুষের জীবনযাত্রায় বাড়ছে জটিলতা। সম্পর্কের টানাপোড়েন, মানসিক চাপ, আচার-আচরণে অস্থিরতা—সব মিলিয়ে সমাজে তৈরি হচ্ছে অস্বস্তিকর পরিবেশ। অথচ সাড়ে চৌদ্দশ বছর আগেই এসবের সমাধানের দিকনির্দেশনা দিয়ে গেছেন রাসুলুল্লাহ (সা.)।এই প্রেক্ষাপট সামনে রেখে প্রকাশ হয়েছে আলেম সাংবাদিক রায়হান রাশেদের নতুন বই ‘মুসলিম লাইফস্টাইল’। বইটি বের করেছে গার্ডিয়ান পাবলিকেশনস।বইটিতে নবীজির (সা.) জীবন থেকে শিক্ষণীয় নানা বিষয় তুলে ধরা হয়েছে। মা-বাবা, স্ত্রী-সন্তান, আত্মীয়, প্রতিবেশী, বন্ধু বা সহকর্মীর সঙ্গে একজন মুসলমান কীভাবে আচরণ করবেন, তার বাস্তব উদাহরণ পাওয়া যাবে বইটিতে। বিশুদ্ধ হাদিস ও বাস্তব ঘটনাকে গল্পধর্মী আঙ্গিকে উপস্থাপন করেছেন লেখক। প্রতিটি অধ্যায়ের শেষে ছক আকারে উল্লেখ করা হয়েছে, রাসুলুল্লাহর (সা.) জীবন থেকে পাঠক কী শিখতে পারেন এবং জীবনে তা কীভাবে প্রয়োগ করা যায়।১৮টি অধ্যায়ে সাজানো এই গ্রন্থকে লেখক জীবনগাইড হিসেবে দাঁড় করাতে চেয়েছেন।...