একের পর হল বন্ধের খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে দুর্গাপূজা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেল তিন সিনেমা। এগুলো হচ্ছে সাবা, স্বপ্নে দেখা রাজকন্যা এবং উদীয়মান সূর্য। ঢাকঢোল পিটিয়ে প্রচার প্রচারণা ছাড়াই সিনেমাগুলো মুক্তি পাচ্ছে। শুধু কিছুটা ব্যতিক্রম মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’। বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম ও মুক্তিপ্রাপ্ত দ্বিতীয় সিনেমা ‘সাবা’। এটি পরিচালনা করেছেন মাকসুদ হোসাইন। বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স, মহাখালীর এসকেএস টাউয়ার, মিরপুর সনি স্কয়ার, যমুনা ব্লকবাস্টার, শ্যামলী, মমইন বগুড়া, সিনেস্কোপ নারায়ণগঞ্জ এই সাতটি প্রেক্ষাগৃহে চলছে ‘সাবা’। মেহজাবীন চৌধুরী বলেন, ‘আমি চরিত্রটা পড়েই বুঝেছিলাম, এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আমাকে এটি করতেই হবে। এ ধরনের চরিত্রে আগে কখনও অভিনয় করিনি। তাই ‘সাবা’ আমার কাছে একেবারেই নতুন অভিজ্ঞতা। আশা...