পারিবারিক কলহের জেরে ছেলের বাঁশের লাঠির আঘাতে বাবা অসুস্থ হয়ে মারা যাওয়ার কয়েক ঘণ্টা পর ছেলে নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের উদয় নাতুরিয়া গ্রামে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে এবং রাতে বাবা মারা যান। পরদিন শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- ওই গ্রামের শম্ভুচরণ বিশ্বাস (৮০) ও তার মেজ ছেলে বিজয় কুমার বিশ্বাস (৩২)। তিনি পেশায় মাছ বিক্রেতা ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শম্ভুচরণ বিশ্বাসের ছাগল বিক্রির ৯ হাজার টাকা দিয়ে সম্প্রতি ছেলে বিজয়কুমার পূজার কেনাকাটা করেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বিজয় ফের বাবার কাছে টাকা চান। এ নিয়ে স্ত্রী মিনতির সঙ্গে বিজয়ের কলহ শুরু হয়। একপর্যায়ে বিজয়...