লক্ষ্মীপুরের পারিবারিক বিরোধের জেরে এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগে তার ভাজিতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের লাহারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক জানিয়েছেন। নিহত ৬০ বছর বয়সী রাশেদা লাহারকান্দি এলাকার মোবারক হোসেনের স্ত্রী। এ ঘটনায় আটক রাশেদার ভাতিজা ২৭ বছর বয়সী ইমন একই এলাকার সেলিম হোসেনের ছেলে। পুলিশ ও নিহতের পরিবার বলছে, রাশেদা বাসায় একাই থাকতেন। শুক্রবার ভোরে ফজরের নামাজের জন্য ওজু করতে তিনি ঘর থেকে বের হন। এ সুযোগে ইমন ঘরের ভেতর ঢুকে রাশেদাকে এলোপাতাড়ি কোপায়। পরে রাশেদার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে তাকে গলা কেটে হত্যার পর ইমন ঘরের পাটাতনের ওপর লুকিয়ে থাকে। খবর পেয়ে...