আন্তর্জাতিক উৎসব পেরিয়ে অবশেষে বাংলাদেশে মুক্তি পেল মেহজাবীন চৌধুরীর সিনেমা ‘সাবা’। আজ (২৬ সেপ্টেম্বর) থেকে এটি দেখা যাচ্ছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। গল্পে আছে হারানো বাবা, হুইলচেয়ারে বন্দী মা আর সীমাবদ্ধতার মাঝে বেড়ে ওঠা এক তরুণীর জীবনসংগ্রাম। সেই তরুণী সাবার চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন। পরিচালনায় মাকসুদ হোসাইন, যার জন্য এটিই প্রথম পূর্ণদৈর্ঘ্য কাজ। প্রথম সপ্তাহে ‘সাবা’ চলবে রাজধানীর স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি, এসকেএস টাওয়ার, সনি স্কয়ার, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেমা, নারায়ণগঞ্জের সিনেস্কোপ ও মাগুরার মম ইন মুভি থিয়েটারে। দর্শক সাড়া ভালো থাকলে বাড়ানো হবে প্রদর্শনের সংখ্যা। মেহজাবীন বলেন, ‘এটি শুধু মা–মেয়ের গল্প নয়। ছোটবেলার এক দুর্ঘটনা তাদের জীবন পাল্টে দেয়। ভালোবাসা, দায়িত্ব, ত্যাগ আর হারানোর ভয় একসঙ্গে লড়াই করে সাবার ভেতর। আমি বিশ্বাস করি, এই চরিত্র দর্শকের মনে থেকে যাবে।’ সিনেমার...